গুগলের ড্রোন ডেলিভারি শুরু

২০ অক্টোবর, ২০১৯ ০০:৪২  
গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের উইং প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাড়িতে বাড়িতে ডেলিভারি দেয়া শুরু করেছে। পাইলট প্রোগ্রামের অধীনে ফেডেক্স, ওয়ালগ্রিন এবং স্থানীয় রিটেইলার সুগার ম্যাঙ্গোলিয়ার পণ্য ডেলিভারি করবে এটি, যার মধ্যে মেডিকেশন, স্ন্যাক্স এবং উপহারসামগ্রী থাকছে। খবর এনগ্যাজেট। অ্যালফাবেট জানিয়েছে, এটি দেশটিতে গুগলের প্রথম বাণিজ্যিক ড্রোন ডেলিভারি সেবা। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে উযহইংকে বর্ধিত এয়ার ক্যারিয়ার সার্টিফিকেট প্রদান করেছে। এরফলে একাধিক পাইলট একাধিক এয়ারক্রাফটের মাধ্যমে ধারাবাহিকভাবে সাধারণের কাছে বাণিজ্যিক ডেলিভারি প্রদান করতে পারবে। সম্প্রতি ইউপিএসও বাণিজ্যিক ডেলিভারির জন্য এফএএ সার্টিফিকেশন গ্রহণ করেছে। ডিবিটেক/বিএমটি